

স্পোর্টস আপডেট ডেস্ক – জাতীয় লিগে দারুণ ডাবল সেঞ্চুরির দেখা পেলেন টাইগার নাসির হোসেন। ২৪ চার আর ৩ ছয়ে ৩৪৩ বলে ২০১ রানের ঝলমলে ইনিংস খেলে মাঠ ছাড়েন জাতীয় দলের এই ফিনিসার।
কখনো দারুণ সব শটে সিলেটের বোলারদের সীমানা লাইনের বাইরে আছড়ে ফেলা, কখনো বা আত্মবিশ্বাসী ডিফেন্স- ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে নাসিরের ব্যাট ছড়িয়েছে সৌরভ। ২৪ চার আর ৩ ছয়ে ৩৪৩ বলে ২০১ রানের ঝলমলে ইনিংস তাই অনেক দিন মনে থাকবে জাতীয় দলে ব্রাত্য থাকা এ অলরাউন্ডারের।
আবু জায়েদ রাহীকে ফ্লিক করে সিঙ্গেল নিয়ে ডাবলের ম্যাজিক ফিগারে পৌঁছার পরই স্রষ্টার উদ্দেশ্যে সেজদাবনত হন নাসির। নাসিরের কাছে ডাবল সেঞ্চুরির মাহাত্ম্য কতোটুকু, সেটা যেন তার সেজদা-ই জানান দিল।
শীতের শিশিরমাখা বিকেলে চা-বাগানের ঘেরা সিলেটের নান্দনিক স্টেডিয়ামে সিলেট-রংপুরের তৃতীয় দিনের খেলা যখন শেষ হয়, তখন স্টেডিয়ামের গ্যালারিতে জনা পঞ্চাশেক দর্শক। এরা অবশ্য ‘প্রকৃত’ ক্রিকেট দর্শক নন। আশপাশের চা-বাগানে ঘুরতে এসে স্টেডিয়ামে খেলা চলছে জেনে একটু ঢুঁ মেরে যাওয়া দর্শক। দিনের খেলা শেষে মাঠ থেকে যখন বেরিয়ে আসছিলেন নাসির, এই দর্শকরাই ‘নাসির নাসির’ স্লোগানে মুখর করে তোললেন গ্যালারি।
এদিন ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর সেজদায় লুটিয়ে পড়লেন নাসির হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে ওই বিশেষ মুর্হুতের একটি ছবি করেন নাসির।