

মাদারীপুর প্রতিনিধি।।
ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ৯ ঘন্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ থাকার পর সকাল পনে ৯ টার দিক শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় দূরপাল্লার নৈশকোচসহ শতাধিক যানবাহন আটকে পড়ে প্রচন্ড শীতে যাত্রীরা চরম ভোগান্তি পোহান । ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে ।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায় , বৃস্থপতিবার সন্ধ্যা থেকেই কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে কূয়াশার প্রকোপ রাড়তে শুরু করে। গত বৃস্থপতিবার রাত সোয়া ১১ টার দিক কূয়ার প্রকোপ তীব্র আকার ধারন করলে এসময় সিগন্যাল বাতি , মার্কিং পয়েন্ট অস্পষ্ঠ হয়ে উঠলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ । এসময় মাঝ পদ্মায় ৭ টি ফেরিসহ নৌরুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয় । ফলে ঘাট এলাকায় দূরপাল্লার নৈশকোচসহ ৩ শতাধিক যানবাহন আটকে পড়ে প্রচন্ড শীতে যাত্রীরা চরম ভোগান্তি পোহান ।
শুক্রবার সকাল পনে ৯ টার দিক কূয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয় ।