

রেজাউল সরকার (আঁধার) গাজীপুর প্রতিনিধি:
জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অদূরে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে দুইজন নিহত ও দশজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাগঞ্জ এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া জানান, তারাগঞ্জ খেয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি নৌকা খেয়া পারাপারের সময় হঠাৎ ডুবে যায়। এখন পর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০/১২ যাত্রী নিখোঁজ রয়েছে।
রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছিল।