

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শেখ বেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন ১নং শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন্নাহার, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল মজিদ গোলাপ, মোঃ ওয়াজেদ আলী লিটন, মোঃ মোসলেম উদ্দিন আহম্মেদ, সহকারি শিক্ষক মাওলানা জালাল উদ্দীন, মোঃ আবুবক্কর সিদ্দিক প্রমুখ।