
মোঃ সফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ শহর শাখার উদ্দ্যোগে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, পৃথক নির্বাচন নয় যুক্ত নির্বাচনের প্রক্রিয়ার ভিত্তিতে জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৬০টি সংরক্ষিত আসন নিশ্চিতকরণ, সরকারী বিধিমালার ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য ২০% হারে কোঠা বরাদ্দকরণ, ধর্মীয় শিক্ষা ক্ষেত্রে অমুসলিম শিক্ষা নিষিদ্ধকরণ, ধর্মীয় শিক্ষক নিয়োগীকরণ বিধিমালার ক্ষেত্রে বেতন-ভাতার বৈষম্যের নিরসনসহ ৭ দফা দাবী আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে ডিসি রোডে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নরসিংদীতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ শহর শাখার উদ্দ্যোগে অনুষ্ঠিত ২ ঘন্টা অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধনকালীন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অহিভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র সাহা, সতেন্দ্র নাথ মোদক, বাবু কাজল সাহা, অধ্যক্ষ দীণেশ চন্দ্র ধর, কাঞ্চন সাহা, স্বপন বিশ্বাস, জীবন চন্দ্র সাহা, অঞ্জন দাস খোকন, রিপন দাস ও পরিমল রায় প্রমূখ।