

সময়ের কণ্ঠস্বর – আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশে যখন শান্তি বিদ্যমান, তখন জনগণের মধ্যে ভীতি সঞ্চার করতে এই ধরনের ঘটনা হয়েছে। এটা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
শনিবার রাতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অচিরেই তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।