

বিনোদন ডেস্ক – নতুন ছবির নাম ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০১২-র সুপার ডুপার হিট ‘এক থা টাইগার’-এর সিকোয়েল।
আর এই ছবিতে কাজ করার জন্য অসুস্থ হচ্ছেন সালমান খান।
আগামী বড় দিনে মুক্তি পাবে ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবিটির পরিচালক সুলতান নির্মাতা আলি আব্বাস জাফর।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য ওজন ঝরাতে নিয়মিত ওয়ার্ক আউট করছেন সালমান। খাওয়া-দাওয়াও চলছে স্পেশাল ডায়েট মেনে।
বান্দ্রার একটি রেস্তোঁরায় নাকি নিয়মিত যান সালমান। সেখানকার শেফকে তিনি অনুরোধ করেছেন, যখনই আসবেন তখন তাঁর জন্য বিশেষ একটি কম ক্যালরির চিকেনের প্রিপারেশন তৈরি রাখতে।