

স্টাফ রিপোর্টার, সময়ের কণ্ঠস্বর: থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপানে ওয়াহিদুজ্জামান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা শরিফ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। তার লাশ বর্তমানে মর্গে রাখা হয়েছে।
ওয়াহিদুজ্জামানের বড় ভাই সাইদুর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওয়াহিদুজ্জামান বাসায় আসে। এ সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।