

মোঃ মহিবুল্লাহ্ আকাশ, স্টাফ করেসপন্ডেন্ট: নীলফামারীর সৈয়দপুরে পুলিশের ঝটিকা অভিযানে ৩ জামায়াত নেতা আটক হয়েছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আজ দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন – জামায়াতের সৈয়দপুর উপজেলা শাখার সাবেক আমির ও পোড়ারহাট আলীম মাদ্রাসার প্রভাষক মাহমুদুল হাসান (৪৫), তার ভাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সাবেক সভাপতি ওয়াজেদ আলী (৪০) ও আজিজুল ইসলাম (৪২)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, নববর্ষে নাশকতার আশঙ্কায় রাতে আইসঢাল গ্রাম থেকে মাহমুদুল ও তার ভাই ওয়াজেদ এবং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই গ্রাম থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি আজিজুলকে আটক করা হয়।
তিনি আরও জানান, আজ রবিবার (১ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।