

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: সারা দেশের ন্যায় আজ রবিবার সকাল ১০টায় নোয়াখালীতে পালিত হয় বই উৎসব। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা দক্ষিণ চর জব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
শহিদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বই বিতরণ করেন নোয়াখালী জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশিদ, সুবর্ণচর উপজেলা আওমীলীগ এর সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীল আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়েল সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস। দক্ষিণ চর জব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপরোক্ত অতিথিরা উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ফরহাদ হোসেন চৌধুরী বাহার আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম সহ অন্যন্যা নেতৃবৃন্দ। বক্তরা তাদের বক্তব্যে বলেন বিগত সরকারের সময় শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ করতে সক্ষম হয়নি কিন্তু আওয়ামীলীগ সরকার আসার পর সারা দেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য বই বিতরন উদ্দোগ গ্রহণ করেছে।
শিক্ষার্থীদের উদ্দোশ্যে বক্তরা বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীকে পড়া লেখায় এগিয়ে যেতে হবে। পরে অতিথিরা উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মঝে বইছে আন্দদের বন্যা।