

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশে মাদারীপুরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ভেসে উঠে আনন্দের ঝিলিক।
জানা যায়, বই উৎসব উপলক্ষে আজ রবিবার মাদারীপুর সদর, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে বই উৎসবের আয়োজন করা হয়। সকালে জেলা সদরের পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসবের উদ্ভোধন করেন। একই সময়ে স্ব স্ব উপজেলাতেও উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ কর্মকর্তারা বই উৎসব শুরু করেন।
এ বছর জেলায় প্রাথমিকে প্রায় ২ লাখ ২৩ হাজার শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ ১০ হাজার, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রসায় প্রায় ১২ লাখ ৮৫ হাজার ৯শ বই বিতরন করা হয়। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস করেন। তাদের চোখে-মুখে ভেসে উঠে আনন্দের ঝিলিক।