

মোঃ মহিবুল্লাহ্ আকাশ, স্টাফ করেসপন্ডেন্ট: নীলফামারী জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশের ন্যায় বই উৎসব পালিত হয়েছে।
আজ রবিবার (১ জানুয়ারি) বই উৎসব পালনে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ে ৩০ লাখ ৪৯ হাজার ২শ ১৫ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়।
আজ সকালে বই উৎসবের প্রধান অতিথি হিসেবে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহের বানু।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৭ শিক্ষাবর্ষে জেলার ৬ উপজেলার ১ লক্ষ ৪৯ হাজার ৪শ ৭০ জন শিক্ষার্থীকে নতুন বই প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী ইবতেদায়ী শাখায় ২ লক্ষ ২৮ হাজার ১০০শ, দাখিল ৪ লাখ ৯৭ হাজার ৪০০শ, দাখিল ভোকেশনাল ৫ হাজার ৩০, ইংরেজি মাধ্যমে ২ হাজার ৩৫ ও মাধ্যমিকে ২২ লক্ষ ৬০ হাজার ৫শ ২০ কপি বই বরাদ্দ দেয়া হয়। চাহিদা অনুযায়ী জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট বই বরাদ্দ দেয়া হয় ৩০ লক্ষ ৪৯ হাজার ২শ কপি। গত বছরের তুলনায় এবছর প্রায় ২-৩ হাজার শিক্ষার্থী বৃদ্ধি হয়েছে। জেলার সকল উপজেলায় বই উৎসব পালিত হয়েছে।
নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় নীলফামারী জেলাতে ১লা জানুয়ারি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মাধ্যমে বই উৎসব পালিত হয়েছে।
এদিকে এবার জেলার ছয় উপজেলায় মোট ২ হাজার ৫৭৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৪লাখ ৫৩ হাজার ৯২৭ শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৮৫ হাজার ৮৭৪ টি নতুন বই বিতরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী জেলা প্রশাসনের শিক্ষা অফিস।