

উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর প্রতিনিধি: হোসেনপুর হাসপাতাল চত্ত্বর পরিস্কার পরিচ্ছনতা অভিযান শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে পরিস্কার পরিচ্ছনতা অভিযান উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হেলাল উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভীর হাসান জিকো, মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল শামীম, ডাঃ আদনান আখতার, ডাঃ উম্মে হাবিবা, পরিসংখ্যানবিদ আখরুজ্জামান, কবি জামাল উদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।