

মোশারফ হোসাইন তযু, শ্রীপুর প্রতিনিধি: শ্রীপুরে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার ২ মাস পর স্থগিত করা হয়েছে। উপজেলার মাওনা ইউনিয়ন ছাত্রদলের পাচঁ সদস্য আংশিক নতুন কমিটি ঘোষণা করার পর গত ৩১ ডিসেম্বর তা স্থগিত করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি ছাইফুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের স্বাক্ষরিত এই কমিটির স্থগিতাদেশ করা হয়েছে।
জানা যায়, প্রায় একযুগ ধরে মাওনা ইউনিয়নের নতুন কোন কমিটি ঘোষণা না হওয়ায় পুরাতন কমিটি দিয়ে চলে আসছে। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, প্রায় এক যুগ ধরে মাওনা ইউনিয়ন ছাত্রদলের নতুন করে কমিটি ঘোষণা না করার ফলে কর্মীরা হতাশ হয়ে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
যার ফলে গত ১৯ সেপ্টেম্বর আমরা নতুন করে কমিটি ঘোষণা করি। কিন্তু কমিটি ঘোষণা হওয়ার পর ছাত্রদলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশংকায় গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে মাওনা ইউনিয়ন ছাত্রদলের ঘোষিত নতুন কমিটি স্থগিত করা হয়েছে।