

মানিকগঞ্জ প্রতিনিধি- জেলার শিবালয়ে বাসচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হায়াত আলী (৫৫) শিবালয় ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা ছিলেন। তার বাড়ি উপজেলার মাধবদিয়া গ্রামে বলে জানান বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌল।
তিনি বলেন, হায়াত আলী রাস্তা পার হওয়ার সময় কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।