

আলমগীর হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলীর এলাকায় এক বিএনপির নেতার বাড়ীতে গতকাল রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতি কাজে বাঁধা দেয়ায় বিএনপির ওই নেতাকে পিটিয়ে আহত করে ডাকাতরা।
এলাকা বাসী জানান, কালিয়াকৈর উপজেলা বিএনপির কোষাধক্ষ্য নূর মুহাম্মদের বাড়ীর গেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত দল। পরে বিএনপির ওই নেতাকে হাত পা বেধেঁ এলোপাথারী ভাবে মারপিট করতে থাকে। এ সময় বাড়ীতে থাকা আলমারী ভেঙ্গে ৯ ভরি স্বর্ণ ৪টি মোবাইল সেট ও দশ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ সময়ের কণ্ঠস্বরকে জানান, বিষয়টি শুনেছি। তদন্ত পর বিস্তারিত জানা যাবে।