

মোঃ কামাল হোসেন, শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মৃত কুড়ানের ছেলে রমজান আালি (৭৫) ও মৃত স্ত্রী রবি বেগমের (৬৫) হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে মুক্তির ডাক সংঘের উদ্যোগে উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াদিহি এলাকায় প্রথম নাইট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
পোড়াদিহি নাইট স্কুল প্রাঙ্গনে মুক্তির ডাক সংঘের সভাপতি ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে মুক্তির ডাক সংঘের সহসভাপতি সেলিমের সঞ্চালনায় এ স্কুলের উদ্বোধন করেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি তোহিদুল আলম টিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সফিকুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, মুক্তির ডাক সংঘের সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিকল প্রমূখ।
উল্লেখ্য, নাইট স্কুলে পহেলা জানুয়ারী রবিবার রাতে মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামে ২৫ হতে ৭৫ বছর বয়সী ৬৮ জন মহিলা ও ৮২ জন পুরুষের হাতে পাঠ্য পুস্তক তুলে দেয়া হয়।