

আন্তর্জাতিক ডেস্কঃ
ইরান ক্ষুদ্রপাল্লার অস্ত্রে ব্যবহৃত গুলির গণ-উৎপাদন ব্যবস্থার উদ্বোধন করেছে। আর এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক এবং প্রতিরক্ষা সক্ষমতা আরেকে ধাপ এগিয়ে গেল।
তেহরানে সোমবার উদ্বোধন অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান বলেন, ক্ষুদ্রপাল্লার অস্ত্রে ব্যবহৃত গুলির গণ-উৎপাদন সশস্ত্র বাহিনীর এ সংক্রান্ত সব প্রয়োজন মেটাবে।
এ ছাড়া, ইরানের ক্ষুদ্রপাল্লার অস্ত্রে ব্যবহৃত গুলির উৎপাদন দ্বিগুণ করবে এবং বিদেশি রফতানির পথ খুলে দেবে।
দেহ্কান বলেন, আন্তর্জাতিক উচ্চ মান বজায় রেখেই ইরানে গুলি-গোলা উৎপাদন করা হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরানের বিশেষজ্ঞরা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আরো আন্তরিক হবেন।
এ জাতীয় গুলি উৎপাদনের মধ্য দিয়ে ইরানকে স্বনির্ভর হতে সহায়তা করা এবং প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করায় ইরানি বিশেষজ্ঞদের শুভেচ্ছা জানান তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভর হয়েছে।