

স্পোর্টস আপডেট ডেস্ক – নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ওয়ানডের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। নতুন বছরে সব ভুলে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে টাইগাররা।
নিউজিল্যান্ডের নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও চ্যানেল নাইন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।