

বিনোদন ডেস্ক- বলিউডে তাঁর রাস্তাটা যে মসৃণ ছিল না, তা নিজেই কিছুদিন আগেই বড় মুখ করে জানিয়েছিলেন সানি লিওনি। কিন্তু, সেই অমসৃণ রাস্তার সফরটা যে আজও শেষ হয়নি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি।
সানি বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন ‘জিসম ২’ দিয়ে। কিন্তু, এর পরে সেভাবে তাঁর কেরিয়ারে বিগ বাজেটের কোনও ছবি তো আসেইনি, এমনকী তাঁকে অধিকাংশ সময়েই বলিউডের উঠতি নবীন নায়কদের নায়িকা হতে হয়েছে। এতদিনে সানির কেরিয়ারের পাওনা বলতে ‘রইস’ সিনেমার শাহরুখের সঙ্গে ‘আইটেম ডান্স’।
সানির আশা ছিল ‘রইস’-এর আইটেম ডান্স দিয়ে তিনি এবার বলিউডের কুলীন মহলে হয়তো বসত করতে পারবেন। কিন্তু, তাঁর সেই মনোবাঞ্ছায় বড় বাধা হতে চলেছে একটি মামলা। এই মামলায় সানি অশ্লীতার দায়ে অভিযুক্ত হয়েছেন। সেরকমটা হলে জেলেও যেতে হতে পারে।
২০১৪ সালে সানি লিওন ‘রাগিনী এমএমএস ২’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে বিকিনি পরে সানি হনুমান চালিশার আবৃত্তির সঙ্গে নেচেছিলেন। এই নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ২০১৪ সালেই পুণের আদালতে মামলায় দায়ের করেছিলেন হেমন্ত পাতিল নামে এক সমাজকর্মী। ‘
রাগিনী এমএমএস ২’-এর প্রযোজক একতা কপূরের বিরুদ্ধেও একই অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা করেছিলেন তিনি। গত সপ্তাহেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুণে আদালতের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে এস কোকাটে। ২ মাসের মধ্যে এই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
হেমন্ত পাতিলের আইনজীবীর অভিযোগ, সানির নাচ ভগবান হনুমানকে নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। আদালত খুব শিগগিরি সানি ও একতা কপূরকে সমন পাঠাতে চলেছে বলেও জানা গিয়েছে। এবেলা