

সময়ের কণ্ঠস্বর – রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর সদস্য সচিব হচ্ছেন ঢাকা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মাসুদুর রহমানকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সালাহ উদ্দিন, পরিদর্শক শরিফুল ইসলাম ও তানহারুল ইসলাম।
সোমবার দিবাগত রাতে ডিএনসিসি মার্কেটে লাগা আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ বাহিনীর একটি ইউনিটও যোগদান করে। এছাড়াও রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনে দ্বিতীয় তলা বিশিষ্ট ডিএনসিসি মার্কেটটি সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে গেছে শতাধিক দোকান। অনেকটা ধসেও পড়েছে মার্কেটটি। ওই মার্কেটের পাশে থাকা কাঁচাবাজার কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।
আগুনে দু’জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
অবশ্য ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে। তবে উত্তরের মেয়র আনিসুল হক তা নাকচ করে দিয়েছেন।