

সৈয়দ খায়রুল আলম,নড়াইল প্রতিনিধি-নড়াইলের কালিয়ায় মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম মাদক বিক্রেতা সুজয় বিশ্বাসকে (২১) কারাদন্ডাদেশ দেন। সুজয়ের বাড়ি কালিয়া উপজেলা অফিস এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার গাজাসহ সুজয়কে আটক করে পুলিশ। পরে তাকে কারাদন্ড দেন কালিয়া ইউএনও কামরুল ইসলাম।