

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাজকীয় সৌদি সরকারের উপহার হিসেবে প্রদত্ত্ব কোরবানীর পশুর মাংস হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার বিকেল সোয়া ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত ৫৮৮ কার্টন প্রক্রিয়াজাত মাংস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হামিদুর রহমান জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মোঃ মনসুসুর রহমানের নিকট মাংসের কার্টনগুলি হস্তান্তর করেন। মাংসগুলি পরে তালিকা অনুযায়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের নিকট গরীব জনসাধারণের মাঝে বিতরণের জন্য প্রদান করা হয়।