

অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সরকারি মওলানা মোহাম্মদ আলী কাগমারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শফিউল আলম মুকুল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আজ বুধবার দুপুরে কলেজ পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শফিউল আলম মুকুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে কলেজ পাড়া মোড়ে জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব, শামীম, শুভ ও সীমান্তসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।
তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও কয়েকটি ধারাল অস্ত্র দিয়ে তাকে ও তার সঙ্গে থাকা কয়েকজন কর্মীকে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় তারা দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হলেও তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। এতে শফিউল আলম মুকুলসহ ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান জনি, আনোয়ার হোসেন ও তাওহিদ আহমেদ গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া সময়ের কন্ঠস্বরকে বলেন, ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা হত্যা মামলার অন্যতম আসামি খান পরিবারের সমর্থক ইসতিয়াক আহমেদ রাজিব জেলা ছাত্রলীগ সভাপতি হওয়া সত্ত্বেও দলীয় কার্যক্রম করতে ব্যর্থ হওয়ার ক্ষোভে এ হামলা চালিয়েছে।
এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।