বৃষ : আজ প্রেমের জন্য দিনটি শুভ। কারো সাথে সম্পর্ক গড়তে চাইলে তাকে বলে ফেলুন মনের কথা। তবে আজ সব কিছুতে বাস্তব চিন্তা ভাবনা করলে ভালো করবেন। মনে রাখবেন আজ সততা এবং স্থিতিশীলতা দিয়েই সব কিছু রক্ষা করা সম্ভব।
মিথুন : আজ কাঁধে আসতে পারে নতুন কিছু দায়িত্ব। ব্যবসায়ী অভিজ্ঞতা লাভ করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাইলে আজ দিনটি ভালো। কাউকে প্রেম নিবেদন করতে চাইলে আগে নিজেকে উপযুক্ত করুন।
কর্কট : আজ কোনো ব্যপারে দোটানায় পড়তে পারেন। আপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পূর্ণ সজাগ থাকুন। আজ ঘনিষ্ঠ কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারে। চারপাশে সতর্ক দৃষ্টি রাখুন।
সিংহ : আজ পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। কিছু কিছু বিষয়ে আপোষ করে নিলেই বেশী ভালো করবেন। সব কিছুর সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। দিনের শেষে অপেক্ষা করছে খুশির খবর।
কন্যা : আজ দিনটি আপনার জন্য শুভ হলেও দূরের যাত্রা শুভ নিয়। মনে রাখবেন আজ সুখ আপনার সত্য নিয়তি। তাই আপনার গুরুগম্ভীর এবং একগুঁয়েমি স্বভাবটা পরিবর্তন করা উচিত।
তুলা : ভ্রমণের জন্য দিনটি শুভ। কাজের জন্য দূরে যাত্রা হতে পারে। সতর্ক থাকুন কারণ আজ আপনার অগোচরে ঘটে যেতে পারে অনেক কিছু। আজ আপনি আপনার জীবনের আবেগ ও উদ্দেশ্য কে শক্ত করে ধরে রাখুন।
বৃশ্চিক : আজ কথা বার্তা ও ব্যবহার সম্পর্কে সতর্ক থাকুন। আজ কোনো কাজের সিদ্ধান্ত একা একা না নিয়ে সকলের সাথে আলোচনা করুন। তবে কিছু কাজে আজ আসতে পারে বাধা। তাই থেমে না থেকে এগিয়ে যান।
বৃশ্চিক : নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়ার জন্য দিনটি অনেক শুভ। যদিও দিনটি অনেক কর্মব্যস্ত থাকবে, তবুও নিজের জন্য একটু সময় বের করুন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।
ধনু : আজ আপনার জীবনে নতুন দিকে মোড় নিতে পারে। আজ কারো কাছে সাহায্য চাইলে নিরাশ হতে হবে না। তবে আজ অনার সাহায্যে এগিয়ে গেলে আপনি বেশী লাভবান হতে পারেন।
মকর : আজ পেতে পারেন অনেক মানসিক চাপে। তবে নিজের পাওনা আদায়ের জন্য শক্ত অবস্থান গ্রহণ করুন। নয়তো অনাদায়ী পাওনার পরিমাণ বেড়ে যাবে। তবে আপনার ব্যক্তিত্বের সাথে যায় না এমন কাজ করা থেকে বিরত থাকুন।
কুম্ভ : আপনার চিন্তাশক্তিই আজ আপনার শক্তিশালী সৃষ্টিশীল উপাদান। তাই আজ একে কাজে লাগালে আপনি সফল হতে পারেন। আজ অন্য কেউ আপনার মাধ্যমে উপকৃত হতে পারে। দিনের শেষে অপেক্ষা করছে খুশির খবর।
মীন : আজ আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সাহসের পরীক্ষা দিতে হতে পারে। তাই বুদ্ধি খাটিয়ে কাজ করুন। ঝামেলা এড়িয়ে চলুন। আজ আপনি লেখালেখিতে মনোযোগ দিলে ভালো করবেন।