

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক্সট্রা মোহরার (নকল নবিস) দের চাকুরী জাতীয় বেতন স্কেলে ভুক্ত করার দাবীতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতী চলছে।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সাপাহার শাখার সভাপতি জাহিদুল ইসলাম জানান, অনির্দিষ্টকালের এই কলম বিরতী গত বছরের ০৪ ডিসেম্বর থেকে শুরু হয় এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতী চলবে। তিনি আরো জানান, গত ১ বছর থেকে নকল নবিসরা বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।