
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্ব বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি নেতাকর্মীরা।
আজ ৫ই জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের রকিব উদ্দিন পৌর মার্কেটের সামনে থেকে কালো পতাকা মিছিলটি শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের গোলচত্বরে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সরদার বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুল কুদ্দুস, সহ-দপ্তর সম্পাদক দিলদার হোসেন, গ্রাম সরকার সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য হাসানুর রহমান মৃধা, আবু সাইদ ইয়াদ তন্ময়, ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদশা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নাল, সহ-সভাপতি মোঃ লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লিটন বিশ্বাস, শেখ সুলতান মাসুদ, সৈয়দ সাদিকুর রহমান, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু প্রমূখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ জুয়েল বলেন, বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকার উন্নয়নের ধোয়া তুলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। গনতন্ত্রকে পুনরায় মুক্ত করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করতে হবে।