

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিচার চাইতে গেলে ৪জনকে মারধর করেছে বখাটেরা।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের কাঠমিস্ত্রি রাজ্যেশ্বর বাড়ৈর স্ত্রী চম্পা রানী বাড়ৈ (৪৫) মঙ্গলবার দুপুরে পাশের বাড়ির বিমল মন্ডলের কাছে ধানের কুড়া নিয়ে বাড়ি ফিরছিল। এসময় স্থানীয় গৌরাঙ্গ মন্ডলের ঘরের সামনে পৌছলে গৌরাঙ্গ চম্পাকে ঝাপটে ধরে তার ঘরে নিয়ে শ্লীলতাহানি ঘটায়।
ঘটনা জানতে পেরে চম্পার ছেলে বরিশাল বিএম কলেজের ছাত্র বাদল বাড়ৈ বাড়িতে এসে ইউপি সদস্য সঞ্জয় রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ঘটনার বিচার দাবি করে। মঙ্গলবার রাতে বাদল, বিকাশ, শুভঙ্কর ও গোবিন্দ বাড়ৈ মন্ডল বাড়িতে বিচার চাইতে গেলে গৌরাঙ্গ মন্ডল ও তার ভাই বিপুল মন্ডল তাদের মারধর করে পাঠিয়ে দেয়। এ ঘটনায় চম্পার স্বামী রাজ্যেশ্বর বাড়ৈ বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।