

বিনোদন ডেস্ক:
বাংলাদেশে এখন অনেক ভালো সিনেমা তৈরি হচ্ছে। কিন্তু কিছু সিনেমা আছে যেগুলো খুবই হাস্যকর। শুধু সিনেমার কাহিনী না বাংলা সিনেমার নাচ ও খুবই হাস্যকর। কিছু হাস্যকর ও মজার বাংলা সিনেমার নাচ নিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিও।
আর.কে এন্টারটেইনমেন্টের এবারের পর্বে বাংলাদেশী ছেলেরা সিংগ্যাল থাকলে, প্রথম প্রেমে পরলে, মেয়ে প্রেমের প্রস্তাব গ্রহন করলে, গভীর প্রেমে মগ্ন থাকলে, ছেকা খেলে এবং ছেঁকা খয়ার পর তার কি অবস্তা হয় তা বাংলা হাস্যকর নাচের মাধ্যমে দেখানো হয়েছে।