

অনীল চন্দ্র রায়, ফুলবাড়ী প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার ৫ জানুয়ারী গনতন্ত্র রক্ষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শহরের প্রধান প্রধান সড়ক গুলো মিছিল সহকারে প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রতন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন প্রমূখ।
ফুলবাড়ীতে বিজিবির শীতবস্ত্র বিতরণ
আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিজিবির উদ্যোগে ৬টি সীমান্ত ফাঁড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় গোরকমন্ডল, বালারহাট, শিমুলবাড়ী, গংগারহাট, কাশিপুর ও অনন্তপুর সীমান্ত ফাঁড়ির অধীনে ১২০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার নিশিকান্ত রায় ও শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম প্রমূখ।