
সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ হালুয়াঘাটে ২৩ জানুয়ারি সন্ধ্যায় ধুরাইল ইউনিয়নের ঝাউগড়া গ্রামের শাহজাহানের নব বিবাহিতা স্ত্রী মিনারা খাতুন বিষপানে আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ছয় মাস পূর্বে উপজেলার ধারা ইউনিয়নের চাদশ্রী গ্রামের আব্দুর রহমানের কন্যা মিনারা খাতুন (১৮) এর সাথে ধুরাইল ইউনিয়নের ঝাউগড়া গ্রামের শাহজাহানের সহিত বিবাহ অনুষ্ঠিত হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে গত ২২ জানুয়ারি স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে চলে আসে মিনারা। পরদিন সন্ধায় পিতার বসত বাড়িতে বিষপান করে সে। এ সময় বাড়ীর লোকজন অসুস্থ মিনারা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।