
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: জামালপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্যগন দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষ্যে জামালপুর জেলা শহরে অবস্থিত বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌর চেয়ারম্যান সাখাওয়াতুল আলম মনি, জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোশায়ের উল ইসলাম রতন, বিভিন্ন দফতরের প্রধানসহ জেলার বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য রাজনৈতিক নেতৃবৃন্ধসহ জেলার বিশিষ্ট নাগরিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব গ্রহণভার গ্রহণ করেন।