
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আবারও অর্ধবেলা হরতালের ডাক দিয়েছেন কলেজের শিকক্ষ-শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেলে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত আলোচনা শেষে আন্দোলন কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আবুল হাশেম আগামীকাল বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ঘোষণা দেন।
পরে আজ বুধবার বিকেলে বৃহষ্পতিবার অর্ধবেলা হরতাল চলবে চলবে, কলেজ সরকারি করতে হবে করতে হবে এসব নানা স্লোগানে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন – শিক্ষক রুহুল আমিন, আব্দুল মতিন, খায়রুল ইসলাম প্রমূখ।
আন্দোলন কমিটির সভাপতি আবুল হাশেম বলেন, কলেজ জাতীয়করণের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধবেলা হরতাল কর্মসূচি পালিত হবে।