
শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকার এ অগ্নিকান্ডে দু’টি গরুসহ মালামাল ভস্মিভূত হয়েছে।
জানা যায়, উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকার কাঠের ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বাড়ির গোয়াল ঘরে মশা তারানোর ধোঁয়া থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
এতে একটি ষাড়,একটি গাভী ও হাঁস-মুরগীসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেলে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান, গিয়াস উদ্দিন।
পরে গফরগাঁও উপজেলা থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
এ অগ্নিকান্ডে গিয়াস উদ্দিন মানসিক ভাবে অনেকটা দুর্বল হয়ে যায়। প্রভূবক্ত ভস্মিভুত গরুর শরীরে হাত বুলিয়ে কাঁদছে। তাঁর পরিবারে নেমে বইছে শোকের ছায়া।
গিয়াস উদ্দিনের ছেলে আসাদুজ্জামান বলেন, গরু দুটিকে তিনিই লালন পালন করেছেন। চুরে নেয়ার ভয়ে তিনি এ ঘরেই থাকতেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, পিআইও এবিএম সিরাজুল ইসলাম, খারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসনাত ভূইয়া মিন্টু ও স্থানীয় মেম্বার মোঃ আফির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।