
আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবায় গ্রামীণ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
জানা যায়, উপজেলা পরিষদের অর্থায়নে এলজিএসপি-২ এর ২০১৬-১৭ অর্থ বছর থেকে মহাদান ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত এই গ্রামীণ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়।
গ্রামীণ অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্ভোধনের সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হামিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এজেড মোরশেদ আলী সময়ের কণ্ঠস্বরকে জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ‘মাতৃসেবা’ মা ও শিশু স্বাস্থ্য সেবায় সময়, আর্থিকভাবে সাশ্রয়ী, সেবা সময় বৃদ্ধি, মা-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পৌঁছে দেওয়ার লক্ষে গ্রামীণ অ্যাম্বুলেন্স সার্ভিস এর উদ্দ্যেগ নেয়া হয়েছে।