
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানসহ সকল সদস্যরা দায়িত্ব গ্রহন করেছেন।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। দায়িত্ব গ্রহনের পর আজ রবিবার দুপুরে চেয়ারম্যানসহ ২১ জন নবনির্বাচিত সদস্যরা প্রথম সভা করেছেন।
দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সচিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও আ’লীগ নেতৃবৃন্ধসহ জেলার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।