
রেজাউল সরকার (আঁধার), গাজীপুর প্রতিনিধি: জেলার কালীগঞ্জে ড্রাম ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত ১ ব্যাক্তি নিহত হয়েছে।
আজ সোমবার ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা-ভুলতা মহাসড়কের রাথুরা এলাকায় ড্রাম ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) মোঃ গোলাম মাওলা সময়ের কণ্ঠস্বরকে জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।