
সময়ের কণ্ঠস্বর – জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থন মুলতবি রাখার জন্য আরো সময়ের প্রয়োজন বলে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বেলা ১১টা ১১ মিনিটে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হন। এ সময় তার আইনজীবী সানাউল্লা মিয়া আত্মপক্ষের সমর্থন মুলতবি রাখার জন্য সময়ের আবেদন দাখিল করেন। সময়ের আবেদনে উল্লেখ্য করা হয়, মামলাটির সঠিক তদন্ত হয়নি। তাই মামলাটি পুনরায় তদন্ত করার আবেদন জানাচ্ছি।
সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানে মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল।