
সময়ের কণ্ঠস্বর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সালাহ উদ্দিন মোহাম্মদ শাকিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে ওই দেশের ফ্রিস্টেট প্রভিন্সের ভেলকম শহরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ফেনী জেলার দাগনভুঞা থানার উদরাজপুরে চন্দ্রদ্বীপ গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।
নিহত চাচাতো ভাই আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, রাতে ডাকাতের গুলিতে মারা যান শাকিল। তার মৃতদেহটি দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।