
আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি- পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় রাজিব হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মূলগ্রাম বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাজিব নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গারফা সাতইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর-পাবনা মহাসড়কের মূলগ্রাম বাজার সংলগ্ন ওহেদ আলীর দোকানের সামনে মাটি বাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এমন সময় চাটমোহর থেকে পাবনা অভিমুখে এ্যাপাচি মোটরসাইকেল নিয়ে চালক রাজিব যাচ্ছিল এবং রাস্তার উপড় দাড়ানো ট্রাকটির পিছনে গিয়ে আঘাত করে দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ব্যাপক রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা দূর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।