
জিএসকে শান্ত, খুলনা প্রতিনিধি: ঠোঁট কাটা ও তালুফাটা শিশুদের জন্য খুলনায় বিনা মূল্যে চিকিৎসা সেবা শুরু হয়েছে। দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের বিনা মূল্যে এ সেবা প্রদান করবে বিদেশী একটি বিশেষজ্ঞ দল।
আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে খুলনা শিশু হাসপাতালে রোটারী ক্লাব অব গুলশান লেক সিটি অায়োজিত এই চিকিৎসা সেবাদান কর্মসূচির উদ্বোধন করেন খুলনা ২-অাসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
খুলনা শিশু হাসপাতালের প্রধান তত্বাবধায়ক ডাঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চিকিৎসা সেবাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনা মূল্যে ঠোঁট কাটা ও তালুফাটা শিশুদের চিকিৎসা সেবাদান কর্মসূচির প্রকল্প পরিচালক ডঃ জয়নাল অাবেদীন, মিশন ডিরেক্টর ও টিম লিডার ডাঃ বারবাস ফিসার, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিবসহ স্থানীয় ও বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন বিনা মূল্যে এমন সেবার মাধ্যমে দরিদ্র ও মেহনতি মানুষদের সন্তানদের মুখে হাসি ফুঁটবে। সুস্থ্য ও সুন্দর জীবন লাভের মাধ্যমে এসব শিশুরা সমাজ ও জাতিকে অালোকিত করবে এমন প্রত্যাশা অামাদের সকলের।
বিনা মূল্যে এই চিকিৎসা সেবা কার্যক্রম বিদেশী ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৫ জন নার্সের সমন্বয়ে পরিচালিত হবে। এই মিশনে অপারেশনের জন্য ১শ ৫০ জন রোগীর পক্ষ হতে অাবেদন করা হয়েছে। অাবেদন ও রোগীর অবস্থা বুঝে তাদেরকে সেবা প্রদান করা হবে। এই চিকিৎসা সেবা অাগামী ৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।