
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় চাচাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আজ সোমবার ভোরে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের ঘটনাটি ঘটে রবিবার বিকালে ফুলবাড়িয়া উপজেলার ৩ নম্বর কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল গ্রামে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার বিকেলে কবীরের বড় ভাইয়ের ঘরে একটি সন্তান জম্ম নেয়। সন্তানটি রবিবার নিহত হয়। সেই নিহত নবজাতককে পারিবারিক কবরস্থানে মাটি দেয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা আব্দুর রহমানকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে ভাতিজা কবীর। চিৎকারে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজীব সময়ের কণ্ঠস্বরকে জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় কবীরকে গ্রেপ্তার করা হয়েছে।