
আলমগীর হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও হরিণহাটি এলাকার কয়েকটি খাবার হোটেলে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নিম্ম মানের খাবার পরিবেশন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে চারটি হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসাম্মৎ শাফিয়া আক্তার শিমু জানান, সফিপুর বাজারের বিভিন্ন হোটেল নিম্মমানের খাবার পরিবেশন ও নোংরা পরিবেশে খাবার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে হোটেল গুলিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
নোংরা পরিবেশে খাবার বিক্রি করার অপরাধে ইমা হোটেল মালিককে ৫হাজার, গাউছিয়া হোটেল মালিককে ৫ হাজার, ভাইভাই হোটেল মালিককে ৫হাজার ও সুপারষ্টার হোটেল মালিককে ১৫হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য পরিদর্শক মাসুদ রানা, কালিয়াকৈর থানার পুলিশ (এসআই) সানোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ।