
সময়ের কণ্ঠস্বর – আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোসকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান
মঙ্গলবার আওয়ামী লীগের প্র্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মুকুল বোসকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।