
নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি: জেলায় ৬ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র্যাব। আজ দিবাগত রাতে সদর উপজেলার বুড়ির হাট বাজার তিন ঘন্টা অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় মাছ বহনকারী ২১ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, জাহের দেওয়ান (৩০), আল আমিন বেপারী (২২), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার মালত (২৮), মনির হোসেন (২৭), সুকুর আলী বেপারী (২৫), ফরহাদ হাওলাদার (২২), ইসমাইল হাওলাদার (২৮), জহির মাঝি (৩৪), শামিম বেপারী (২৬), জসিম মাদবর (২৭), সাইফুল মোল্লা (৩১), সুফিয়ান ভূঁইয়া (২৩), বিল্লাল খা (২৬), আবু তাহের (২৫), মোসলেম দেওয়ান (৫৫), শহিদুল ইসলাম (২৩), সোহাগ বেপারী (১৯), হানিফ হাওলাদার (২৩), মোঃ আলী পাইক (৪৫) ও মোঃ আলী (৩০)।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, আজ গভীর রাতে শরীয়তপুর সদর
উপজেলার বুড়ির হাট বাজার এলাকা থেকে ৬ টন জাটকা ইলিশ জব্দ করে মাদরীপুর র্যাব-৮। এ সময় মাছ বহনকারী ২১ জনকে আটক করে র্যাব।
র্যাব ও পুলিশের উপস্থিতিতে আজ মঙ্গলবার সকালে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, বিদ্যালয় ও মাদ্রাসার গরীবদের মাঝে বিতরণ করা হয়। আটক ২১ জনকে পাঁচ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও তিনি জানান।