
আন্তর্জাতিক ডেস্ক – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষরিত যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে জ্বালানি পাইপলাইন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছেন ওবামার বড় মেয়ে মালিয়া।
যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ক্যারিবিয়ান অঞ্চলে অবকাশ যাপনে সময় কাটাচ্ছেন ঠিক সেই সময়েই জাতীয় ইস্যু নিয়ে রাজপথে নামেন মালিয়া। প্রায় ১০ দিন আগে হোয়াইট হাউস ছাড়ে ওবামা পরিবার।
সংবাদ মাধ্যম ইউএসএ টুডে জানায়, গত সপ্তাহে উটাহ রাজ্যের পার্ক সিটিতে অনুষ্ঠিত সুনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন মালিয়া। সে সময় তিনি বিক্ষোভে অংশ নিলেও খবরটি রোববার গণমাধ্যমে প্রকাশ পায়।
দেশটিতে প্রস্তাবিত জ্বালানি পাইপলাইনটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো নষ্ট হবে এবং খাবার পানির দূষণ বাড়বে। তাই রাস্তায় নেমে ওই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভে অংশ নেন স্থানীয় জনগণ ও পরিবেশবাদীরা। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে তিনি এ প্রকল্পের অনুমোদন দেননি।
বাবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবং ট্রাম্পের জারি করা আদেশের বিপক্ষে রাজপথে নেমে বিক্ষোভে অংশ নেন ওবামার বড় মেয়ে।