
সময়ের কণ্ঠস্বর – দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পত্র-পত্রিকায় লেখালেখি করতে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কাযনির্বাহী সংসদের এক যৌথ বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে উপস্থিত নেতারা জানান, ২৬ মার্চ নিয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী দলীয় নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের যাদের লেখার হাত ভালো তারা তো বিভিন্ন দিবসে পত্র-পত্রিকায় লেখালেখি করতে পারেন।
নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, বিভিন্ন দিবসের স্মৃতিচারণ, ইতিহাস-ঐতিহ্যর পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে লিখতে পারেন।