
সময়ের কণ্ঠস্বর- মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে এবং শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে কক্সবাজারে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের লেদা এবং নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তারা।
এ সময় তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ অফিস প্রধান পে পে কেবি ছিদ্দিকী, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ক্যাম্প পরিদর্শনে এসে রাষ্ট্রদূত লেদার আইএমও’র স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত এনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে ক্যাম্প পরিদর্শন করে মিয়ানমার থেকে স্বজন হারিয়ে ও নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে তিনি মুচনী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন।