
শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার ভূইয়াঁপাড়া গ্রামের মৃত কুতুব খানের ছেলে কাকন মিয়া (৩০) মোবাইলে প্রেম করে সিরাজগঞ্জ থেকে আসা এক মাদ্রাসার ছাত্রী (১৩) কে বিয়ের প্রলোভনে ফেলে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাঘাটিয়া ইউনিয়নের বিনানয় গ্রামের জনৈক আবু সুফিয়ানের মেয়ে স্থানীয় চরশিলাবাজ দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী কে নান্দাইল পৌর এলাকার ভূইয়াপাড়া গ্রামের কাকন মিয়া বিয়ের প্রলোভনে গত শনিবার রাতে ওই ছাত্রীটিকে নিজ বাড়ীতে এনে রাতভর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
পরদিন রবিবার বিকেলে কনক ছাত্রীটিকে বিয়ের কাবিন রেজিষ্ট্রী করার কথা বলে সিএনজি যোগে বাড়ী থেকে বের করে পৌর এলাকার ১নং ওয়ার্ডের কাটলীপাড়া নদীর পাড়ের সড়কে নামিয়ে দিয়ে সিএনজিটি নিয়ে কাকন পালিয়ে যায়।
পরবর্তীতে ঐ এলাকার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগমের বাড়ীতে আশ্রয় নিয়ে বিস্তারিত জানালে ছাত্রীটির দেয়া মোবাইল নাম্বারে তার বাবাকে ঘটনার বিষয়ে জানিয়ে আসতে বলে। সেদিন রাত্র হয়ে যাওয়ায় ছাত্রটি ওই বাড়ীতেই রাত কাটায়।
পরদিন সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে কাউন্সিলর ছাত্রীটিকে নান্দাইল পৌরসভার মেয়রের কার্যালয়ে নিয়ে আসলে পৌর মেয়র ছাত্রীটির জবানবন্দী শুনে থানায় খবর দিয়ে তাকে থানায় সোপর্দ করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, অভিযোগ সাপেক্ষে মামলা নেয়া হয়েছে। আসামীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।