
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: বাবাকে হত্যার অপরাধে পাষন্ড ছেলে আনোয়ার হোসেন (৪০) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।
আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবীর এ রায় দেন। ২০১৩ইং সালের ৪ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও গ্রামে হত্যাকান্ডের এ ঘটনাটি ঘটে।
আদালত সুত্রে জানা যায়, খুনির পিতা ঈমান আলী (৭৫) নিজ গ্রামের একটি মসজিদে ৭ শতাংশ জমি দান করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরার পথে পিতা ঈমান আলী (৭৫) কে পেছন থেকে ছুরিকাঘাতে হত্যা করে পাষন্ড ছেলে আনোয়ার হোসেন।
এ ঘটনায় ঈমান আলীর আরেক ছেলে জবান আলী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মামলার আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু বলেন, উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আসামি দন্ড থেকে অব্যাহতি পাবে বলে মনে করি। মামলার এজাহারে অনেক ত্রুটি রয়েছে বলেও মন্তব্যে করেন তিনি।